Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ মাঘ ১৪২৭, মঙ্গলবার ২৬ জানুয়ারি ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবি পদ্মনাভ অধিকারীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা


১২ অক্টোবর ২০২০ সোমবার, ০৯:৪৬  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


কবি পদ্মনাভ অধিকারীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

যশোর : বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি পদ্মনাভ অধিকারীর ৬৪তম জন্মদিন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কবি সাধন কুমার অধিকারী, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাড. মাহমুদা খানম, হুমায়ন কবির, মনিরুজ্জামান, যশোর স্টুডেন্ট কমিউনিটি ঢাকার আহবায়ক হাসান ওয়ালিদ প্রমুখ। আলোচনা সভা শেষে কবি পদ্মনাভ অধিকারীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।