Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কপোতাক্ষ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুস্তাক মুহাম্মদ,ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

কপোতাক্ষ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: বহুমাত্রিক.কম

যশোর: শুক্রবার কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঁকড়ার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বাঁকড়া বাজারের শওকত মার্কেটের এবি ব্যাংকের পাশে। মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারনা করেন উপদেষ্ঠা কবি বি এস এম আলী আকবার, সাবেক চেয়ারম্যান উপাধ্যক্ষ (অব:) গাজী আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা কবি কওছার আলী গোলদার, কবি হেলাল আনওয়ার ও কবি মুস্তাক মুহাম্মদ।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কবি ড. সবুজ শামীম আহসান ,বিশেষ অতিথি কবি সফিয়ার রহমান ও কবি হোসাইন নজরুল হক।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি এমএম নজরুল ইসলাম, কবি মোহাম্মদ শামীম, কবি মো : মশিয়ার রহমান , কবি নুরুন নাহার, কবি গাজী মেহেদী হাসান, কবি আব্দুল কাদের, কবি শফিক শিমু, কবি অশোক বিশ্বাস, কবি সালাম গফ্ফার ছন্দ, কবি রকি মাহমুদ, কবি তোজাম্মেল হক, ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক, কবি আসমত হোসেন, কবি আলতাফ হোসেন, কবি টিপু সুলতান, কবি ইমদাদুল হক ইমদাদ ,কবি সাইফুদ্দিন সাইফুল, কবি বেদুঈন মোস্তফা, কবি রাফিদ হোসেন, কবি বিপুল জামান, কবি এএসএম শহিদুল্লাহ, কবি হারুন এরশাদ, কবি শান্তানু চক্রবর্তী প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables