Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার সাহ‌িত্যসভা

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৫, ১২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার সাহ‌িত্যসভা

ছবি: বহুমাত্রিক.কম

যশোর : কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঁকড়া বাজার, ঝিকরগাছা, যশোরের ২৪ তম সাহিত্য আসর বাঁকড়া বাজারের জনতা ব্যাংকের নিচে অস্থায়ী কার্যালয়ে কব‌ি কওছারি আলি গোলদারের সভাপতিত্বে কবি মুস্তাক মুহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচক হিসেবে কবি মুস্তাক মুহাম্মদ বুক র‌িভিউ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন। পঠিত সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন কবি হেলাল আনওয়ার। উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ শামীম,কবি এম এম নজরুল ইসলাম , কবি আসমত হোসেন , কবি গাজী মেহেদী হাসান, গবেষক মাওলানা সিরাজুল ইসলাম, কবি সাইফুল ইসলাম, কবি নুর নাহার ও কব‌ি আব্দুল কাদ‌ের।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables