Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ আষাঢ় ১৪২৭, শুক্রবার ০৩ জুলাই ২০২০, ১:০৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার সাহ‌িত্যসভা


১২ অক্টোবর ২০১৯ শনিবার, ০২:৪৫  এএম

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কপোতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার সাহ‌িত্যসভা

যশোর : কপোতাক্ষ সাহিত্য পরিষদ, বাঁকড়া বাজার, ঝিকরগাছা, যশোরের ২৪ তম সাহিত্য আসর বাঁকড়া বাজারের জনতা ব্যাংকের নিচে অস্থায়ী কার্যালয়ে কব‌ি কওছারি আলি গোলদারের সভাপতিত্বে কবি মুস্তাক মুহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচক হিসেবে কবি মুস্তাক মুহাম্মদ বুক র‌িভিউ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন। পঠিত সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন কবি হেলাল আনওয়ার। উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ শামীম,কবি এম এম নজরুল ইসলাম , কবি আসমত হোসেন , কবি গাজী মেহেদী হাসান, গবেষক মাওলানা সিরাজুল ইসলাম, কবি সাইফুল ইসলাম, কবি নুর নাহার ও কব‌ি আব্দুল কাদ‌ের।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।