Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

এমপি বাদল আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ৭ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

এমপি বাদল আর নেই

ঢাকা : বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুতে মারা গেছেন।

জানা যায়, বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে মজুমদার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাদল বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। চট্টগ্রাম-৮ আসন থেকে তিনি নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।