Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

আবরার হত্যা: ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ১০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আবরার হত্যা: ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেপ্তার

ঢাকা: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অমিত সাহা তার এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন।

নৃশংস্য এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হওয়া সত্ত্বেও হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তালিকায় অমিত সাহার নাম না থাকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।

তার বিরুদ্ধে অভিযোগ, রোববার রাতে অমিত সাহা শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নেয় তার কক্ষে। ২০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র অমিত সাহা। তিনি ইসকন মতাদর্শের। তার কক্ষে প্রায় ৬ ঘণ্টা ধরে পিটিয়ে আবরারকে হত্যা করা হয়।

 

বহুমাত্রিক.কম