Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আক্কেলপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ৯ মে ২০১৯

প্রিন্ট:

আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেহেদি হাসান নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলা চত্বরের সামনে সাখিদারপাড়ায় পোল্ট্রি  হ্যাচারিতে বিদ্যুৎ চালিত পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার শান্তা (গুরকি) গ্রামের আলতাফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, মেহেদি হাসান তাদের নিজেদের পোল্ট্রি হ্যাচারিতে বিদ্যুৎ চালিত পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন।

এসময় ছেঁড়া তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরত্বর আহত হয় মেহেদি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables