Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ৯:৫৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অস্ট্রেলিয়া ভ্রমণেও বাংলাদেশিদের জন্য সতর্কতা


২০ মার্চ ২০১৯ বুধবার, ০৯:৩০  এএম

বহুমাত্রিক ডেস্ক


অস্ট্রেলিয়া ভ্রমণেও বাংলাদেশিদের জন্য সতর্কতা

ঢাকা : নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে বাংলাদেশ।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজিল্যান্ডে হামলায় অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনায় অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এ সতর্কতা জারি করে সরকার।

বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ায় বসবাসরতদের সার্বক্ষণিক সজাগ থাকার পাশাপাশি জনসমাগমস্থল এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়াও সংবাদ মাধ্যমে নজর রাখতে এবং নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি সম্পর্কেও অবগত থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

এতে বলা হয়, ক্যানবেরাতে বাংলোদেশ মিশন তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত আছে। দু’টি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দু’টি হলো, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।
দী মনোভাব উসকে দেয়ার আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।