Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:৫৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অসুস্থ রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন বিদিশা


০১ মে ২০২১ শনিবার, ১২:০১  এএম

বহুমাত্রিক ডেস্ক


অসুস্থ রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন বিদিশা

সিএমএইচে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনা করেছেন বিদিশা সিদ্দিক। তিনি ফেসবুক স্ট্যাটাসে সবার কাছে রওশন এরশাদের জন্য দোয়া চেয়েছেন।

অসুস্থ রওশন এরশাদকে গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার সহাকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান শুক্রবার বিকেলে চিকিৎসকদের বরাত দিয়ে সমকালকে জানিয়েছেন, রওশন এরশাদ অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। শনিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।