Bahumatrik :: বহুমাত্রিক
 
১৫ জ্যৈষ্ঠ ১৪২৭, শুক্রবার ২৯ মে ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অসহায় দুই নারীকে সেলাই মেশিন দিলো এসবিসি ফাউন্ডেশন


২৯ সেপ্টেম্বর ২০১৮ শনিবার, ০১:০৫  এএম

কাজী রকিবুল ইসলাম

বহুমাত্রিক.কম


অসহায় দুই নারীকে সেলাই মেশিন দিলো এসবিসি ফাউন্ডেশন

 

যশোর : যশোর শহরের খোলাডাঙ্গা ভেকুটিয়ার অসহায় জেসমনি ও বকচর হুশতলার সুলতানা বেগমের পাশে দাঁড়িয়েছে সুন্দর বাংলাদেশ চাই (এসবিসি) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেসমিন ও সুলতানাকে বাটারফ্লাইয়ের দুটি সেলাই মেশিন, ছিট কাপড় ও নগদ অর্থ তুলে দিয়েছে এসবিসির কর্মকর্তারা।

এসবিসির যশোর শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সিনথিয়া জানান, জেসমিন ও সুলতানা বেগম সংসার চালাতে পারছিলেন না। এসবিসির কর্তৃপক্ষের নজরে এলে তাদেরকে পূর্ণবাসন করার উদ্যোগ নেয়। ফাউন্ডেশনের সভাপতি (বর্তমান কানাডা প্রবাসী) এএসএম সাজ্জাদ হোসাইনের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসবিসির যমোর শহরের খোলাডাঙ্গার জেলা কার্যালয়ে শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তাদেরকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু, সহ-সভাপতি সৈয়দা মিতা মোনালিসা, নির্বাহী সদস্য আঞ্জুয়ারা বেগম উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুফাজ্জেল হোসেন, জেলা শাখার ব্যবস্থাপক সিনথিয়া ফারাহ প্রমূখ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপক সিনথিয়া ফারাহা।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।