Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

অভিশাপ

আকিব শিকদার

প্রকাশিত: ২২:২০, ২৬ মে ২০১৯

প্রিন্ট:

অভিশাপ

গোলাপেরা ঝরে যায়, গাছটা থেকে যায় অমর।
আকাশে বাতাসে নিত্য আলোর চলাচল
আমার গালে কড়া থাপ্পড় মেরে বল তুই বল-
তোর কাছে যতই চেয়েছি সুখ, কেন বেধেছে সমর!

আমার দু’চোখ কেন ভরে যায় লোনা অশ্রুর বন্যায়
তোকে আমি দেবী ভেবে করেছি কি অন্যায়...!
বুকের ভেতর বাসা বাঁধে আবেগ, গভীর আবেগ
বৃষ্টি ঝরে গেলে মনে হয় ছায়া রেখে উড়ে গেছে মেঘ।

বিশ্বাসের চারাগাছ ডালপালা গজিয়ে করছিল ছায়ার বিস্তার
তুই তার শিকড় উপড়ে দিলি গহিন মাটির হৃদয় থেকে
যার প্রতি আত্মার টান নেই তাকে জোর করে যায় না আটকে রাখা
তোকে আমি মুক্তি দিলাম, যারে যা, উড়ে যা... পিঞ্জিরা রেখে।

যে ধনাঢ্য করে না দান তাকে অভিশাপ দেয় ভিক্ষুক
আমাকে দিলি না ভালোবাসা, ভালোবাসা বিহনে তোর সর্বস্ব ভষ্ম হোক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables