Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৮ ১৪৩২, মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫

অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৪ মে ২০২০

প্রিন্ট:

অব্যবহৃত টিকিট ফেরত নেবে বিমান বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া বিমানের টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। তবে কোনো যাত্রী টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে নিতে পারবেন। আর এজন্য গুনতে হবে না বাড়তি কোনো চার্জ।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

বিমান কর্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল ২৪০ কোটি টাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞার কারণের বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট।

Walton
Walton