Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

সীমান্তে ৮০০ কি. মি. সড়ক নির্মাণ হবে : ওবায়দুল কাদের

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশিত: ০০:৩৩, ২২ নভেম্বর ২০১৬

আপডেট: ০২:৩৫, ২২ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

সীমান্তে ৮০০ কি. মি. সড়ক নির্মাণ হবে : ওবায়দুল কাদের

ছবি-সংগৃহীত

কুমিল্লা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর সব দেশে সীমান্তে সড়ক থাকলেও বাংলাদেশে সীমান্তে সড়ক যোগাযোগ নেই। সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় আটশ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ শুরু করবে।

তিনি বলেন, `এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। এর নকশা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।`

সোমবার বিকালে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, `যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে।`

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন এনডিসি, পিএসসি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer