Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

লঘুচাপে রাত থেকেই বৃষ্টি : আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়বে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১৭ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

লঘুচাপে রাত থেকেই বৃষ্টি : আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়বে

ঢাকা : লঘুচাপে ঢাকার আকাশটা গুমোট ও বিষণ্ন হয়ে গেছে। রাত থেকে অবিরাম বৃষ্টিও ঝরছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে সোমবার রাত থেকে সারাদেশে বৃষ্টি হচ্ছে। সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। সেখানে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যার পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer