Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের প্রতি অত্যাচার-নিপীড়ন বন্ধের আহ্বান আমির খান’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৫ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের প্রতি অত্যাচার-নিপীড়ন বন্ধের আহ্বান আমির খান’র

ঢাকা : মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বর্বর-নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি অত্যাচার-নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান।

তুরস্ক সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা আমির খানকে মিয়ানমার ইস্যুতে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মনে করি মিয়ানমারে যা হচ্ছে তা সত্যিই খুব বেদনাদায়ক।

তিনি আরও বলেন, পৃথিবীর যে প্রান্তেই মানুষ যখন সংকটে পড়ে, যে প্রান্তেই মিয়ানমারের মানুষের মতো নির্যাতনের শিকার হয়, তখন তা বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। বিভিন্ন সময় পৃথিবীর নানা প্রান্তে এ ধরনের ঘটনা ঘটছে।

এ সময় বলিউড সুপারস্টার সব ধরনের অত্যাচার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, আমি কেবল আশা করতে পারি এবং প্রার্থনা করতে পারি- এ ধরনের বর্বর অবস্থা থেকে তারা পরিত্রাণ পাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer