Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র পাশে থাকবে : ট্রাম্প (ভিডিও)

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র পাশে থাকবে : ট্রাম্প (ভিডিও)

ঢাকা : রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার এক উচ্চপর্যায়ের সভার ফাঁকে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, কীভাবে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান করা যায় সেটা তারা দেখছেন।

হাসিনা-ট্রাম্প আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মিয়ানমার ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে আছি। অ্যান্ড উই সি হাউ ইট ক্যান বি রিজলভড।

বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে তাও ট্রাম্প জানতে চান। এ সময় শেখ হাসিনা ভালো করছে বললে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেন বলে শহীদুল হক জানান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে মিলিত হচ্ছেন বিশ্বনেতারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer