Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিকে পর্যটন শহর করতে শতকোটি টাকার প্রকল্প

মো. মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০১:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

রাঙ্গামাটিকে পর্যটন শহর করতে শতকোটি টাকার প্রকল্প

ছবি: বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : রাঙ্গামাটিকে আধুনিক পর্যটন শহরে গড়ে তুলতে একশ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার রাঙ্গামাটি জেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে মাষ্টার প্লান তৈরীর কাজ শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতে মোটর র‌্যালি, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানোর কর্মসূচি নিয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জেলা পরিষদ পর্যটন বিষয়ক আহবায়ক অমিত চাকমা রাজু, রাঙ্গামাটির কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer