Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আশাবাদী করছেন বরিস জনসন

মাহমুদা পারভীন নূপুর, ইউকে করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৬, ১ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২৩:০৭, ১ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আশাবাদী করছেন বরিস জনসন

লন্ডন : যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের মাঝে নতুন আশার সঞ্চার করছে বিদেশ সচিব বরিস জনসনের সাম্প্রতিক বক্তব্য। 

লন্ডনের সাবেক এই মেয়র বলেছেন, যারা ব্রিটেনে ১০ বছরের বেশি সময় ধরে অবৈধ ভাবে বসবাস করছে তাদেরকে এদেশে থাকার সুযোগ দেয়া উচিত। সম্প্রতি কেবিনেটে সহকর্মীদের এ কথা বলেছেন বরিস জনসন।

বিদেশ সচিব মনে করেন, এমনেস্টি বা সাধারণ ক্ষমার পরিকল্পনা মানুষকে ব্রিটেনে বৈধ ভাবে থাকার সুযোগই শুধু করে না বরং আইন সম্মত ভাবে কাজ করে দেশের ট্যাক্স সিস্টেমেও অবদান রাখার সুযোগ করে দেবে।

বেক্সিটের কারণে আগামী ৫ বছরের মধ্যে ১২২ বিলিয়ন পাউন্ড সকারকে ঋণ করতে হতে পারে বলে বাজেটের দায়িত্বে থাকা অফিসের দেয়া ভবিষ্যৎ পূর্বাভাসের সূত্র ধরেই বরিস জনসন এ পরিকল্পনার কথা পূর্নব্যক্ত করলেন।

উল্লেখ্য, বরিস জনসন ইইউ রেফারেন্ডামের সময়ই অবৈধ ইমিগ্রান্টদের এমনেস্টি দেয়ার প্রস্তাব করেছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer