Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মাসাকাদজার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ৩১১ রানের চ্যালেঞ্জিং স্কোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ৬ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মাসাকাদজার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ৩১১ রানের চ্যালেঞ্জিং স্কোর

হাম্বানটোটায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের জয়ের জন্য ৩১১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়েছিল জিম্বাবুয়ে। পরের ম্যাচে দুর্দান্ত এক জয়ে সিরিজে সমতায় ফিরে লঙ্কানরা।

বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে আবার শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জিম্বাবুয়ে। হাম্বানটোটায় টস হেরে আগে ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথুজের দলকে ৩১১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যামিলটন মাসাকাদজা। তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রান করে জিম্বাবুয়ে।

লঙ্কান বোলারদের তুলোধুনো করে ৯৪ বলে ১১১ রানের ইনিংস খেলেন হেমিল্টন মাসাকাদজা। তার সেঞ্চুরিটি ছিল ১টি ছয় ও ১৫টি চারে সাজানো। ওয়ানডে ক্যারিয়ারে ৩৩ বছর বয়সি মাসাকাদজার এটি পঞ্চম সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ওয়ানিডু হাসারাঙ্গা ও আসেলা গুনারত্নে নিয়েছেন ২টি করে উইকেট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer