Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মমতার শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২২ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মমতার শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

ফাইল ছবি

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে আবারও ক্ষমতায় আসীন হতে চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

শনিবার রাতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জকি আহাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি বলে জানান উপরাষ্ট্রদূত। 

এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ বিশিষ্টজনদের। 

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ২১১ টি আসন পেয়ে বিপুল বিজয় পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে শপথ নেবে মমতা বন্দোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভা। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer