Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

ভারত বিশ্বের ষষ্ঠ ধনী দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২১ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারত বিশ্বের ষষ্ঠ ধনী দেশ

ঢাকা : বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে ভারত। দেশটির মোট সম্পদের মূল্য ৮,২৩০ বিলিয়ন মার্কিন ডলার। গত ১০ বছরে ভারতের তথ্যপ্রযুক্তি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে ২০০ শতাংশ লাভ বেড়েছে।

সম্প্রতি এএফআর এশিয়া ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউয়ের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
বিশ্বের শীর্ষ ধনী দেশ আমেরিকা, যাদের সম্পদের মূল্য ৬২,৫৮৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, যাদের সম্পদের মূল্য ২৪,৮০৩ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির সম্পদের মূল্য ১৯,৫২২ বিলিয়ন ডলার।

প্রথম ১০ দেশের তালিকায় এছাড়া রয়েছে ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ইতালি। আগামী দিনগুলোতে চীন অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়।
দেশের সব মানুষের মোট সম্পদের পরিমাণ মিলিয়ে এই মূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ টাকা, ব্যবসা, সম্পত্তি ইত্যাদি। তবে সরকারি সম্পত্তি ধরা হয়নি এই হিসেবে।

বড় দেশের ক্ষেত্রে জনসংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer