Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বেরোবিতে শোকাবহ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৪, ১০ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেরোবিতে শোকাবহ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতা

ছবি: বহুমাত্রিক.কম

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এ বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা আয়োজনে রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে। শোকাবহ আগস্ট উপলক্ষে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক এই রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এ কর্মসূচির আয়োজন করেন বেরোবি শাখা ছাত্রলীগ। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে আগামী তিন দিনের মধ্যে রচনা জমা দিতে পারবেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, সহকারী প্রভোস্ট মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ নুরুজ্জামান খান, মোঃ গোলাম রব্বানী সরকার এবং মোঃ নুরুল কবীর বিপ্লব।

এছাড়াও বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer