Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বৃষ্টি বাগড়ায় আগেই শেষ প্রথম দিনের খেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২৮ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বৃষ্টি বাগড়ায় আগেই শেষ প্রথম দিনের খেলা

ছবি: এপি

ঢাকা : বৃষ্টির কারণে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের প্রথম দিনের খেলা আগেই সমাপ্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

বৃষ্টি শুরু হওয়ার আগে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে। জো রুট ১৫ এবং মঈন আলী ২ রানে অপরাজিত আছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।

ইংলিশদের ইনিংসে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। বেন ডাকেটকে ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর ব্যক্তিগত ১৪ রানে মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যালিস্টার কুক।

গ্যারি ব্যালেন্সকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মিরাজ। ব্যালেন্স ৯ রান করে মুশফিকের হাতে ক্যাচ দেন। এরপরই বৃষ্টি শুরু হয়। দিনের খেলা শেষ হতে প্রায় ১৫ ওভার বাকি ছিল। তবে ব্যাপক বৃষ্টির কারণে আজ আর মাঠ খেলার উপযুক্ত হবে না ভেবেই খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা। এই ওভারগুলো পুষিয়ে নেয়ার জন্য শনিবার ৪০ মিনিট আগেই খেলা শুরু হবে।

এর আগে শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয় টাইগাররা। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer