Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিদ্যুতের দাম না কমালে বৃহত্তর কর্মসূচির হুমকি বাম দলগুলোর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ১২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিদ্যুতের দাম না কমালে বৃহত্তর কর্মসূচির হুমকি বাম দলগুলোর

ফাইল ছবি

ঢাকা : আগামী পয়লা জানুয়ারির মধ্যে বিদ্যুতের দাম না কমালে গণআন্দোলনের মাধ্যমে তা কমাতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছে বাম সংগঠনগুলো।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনগুলোর নেতারা।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পয়লা জানুয়ারির আগে সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

আর তা না হলে যদি আমরা পয়লা জানুয়ারি বিদ্যুতের বিলের ভেতরে এক পয়সা বিদ্যুতের হার বৃদ্ধি করা দেখি, তাহলে পরে আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সরকারের এই কর্মসূচির আমরা জবাব দেবো।’

সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বর্তমান সরকার আট বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। গণশুনানিতে কোনো যুক্তি ছাড়াই সবার পরামর্শ তোয়াক্কা না করেই বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম।

এতে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোকে মুনাফা দিতেই বারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

এই সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer