Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাকৃবিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১০:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

বাকৃবিতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭ টার দিকে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকরব। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, স্বেচ্ছাসেবী সংগঠন।

সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিশু কিশোরদের শারিরীক কসরত প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে বাকৃবি মুক্তিযোদ্ধা সংসদ, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, কলেজ, ক্লাব, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, সংগঠন ও সংঘ হলগুলোতে প্রীতি খেলা আয়োজন করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer