Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় টাওয়ার হ্যামলেটসের স্পিকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় টাওয়ার হ্যামলেটসের স্পিকার

ছবি : পিআইডি

ঢাকা : সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বিশেষ করে শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে আমি খুবই বিস্মিত।’ তিনি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রথম বাংলাদেশী নারী কাউন্সিলর সাবিনা আক্তার বলেন, তিনি বুধবার জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন এবং সংসদে লিডার অব দ্য হাউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারফরমেন্সে অভিভূত হন।

টাওয়ার হ্যামলেটস স্পিকার প্রধানমন্ত্রীকে জানান, তার এলাকায় প্রায় এক লাখ বাঙালির বসবাস এবং তারা সেখানে বেশ কয়েকটি বাঙালি স্কুল পরিচালনা করছেন।

সাবিনা আক্তার বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়েই তার বাংলাদেশ আগমণ।
প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে টাওয়ার হ্যামলেটস লন্ডনের স্পিকার হওয়ায় সাবিনা আক্তারকে অভিনন্দন জানান।

টাওয়ার হ্যামলেটসে এবং লন্ডনে বাংলাদেশী সম্প্রদায়ের কল্যাণে সাবিনা আক্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষা খাতের উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান করছি।’

প্রধানমন্ত্রী প্রাথমিক স্কুল পর্যায়ে তাঁর সরকারের দেয়া ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রত্যেক মাসের শেষে এই বৃত্তির টাকা তাদের মায়েদের মোবাইল ফোনে চলে যাচ্ছে। স্কুলে টিফিন প্রদানে সরকারের কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য স্থানীয় জনগণ এগিয়ে এসেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের বিস্তারিত পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার জনগণÑ যেমন শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দকে এর সঙ্গে সম্পৃক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা এ ব্যাপারে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন শেকিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ মে সাবিনা আক্তার টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর নির্বাচিত হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer