Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

পাঠাও-উবারকে বিআরটিএ সার্টিফিকেট নিতেই হবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ১৯ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাঠাও-উবারকে বিআরটিএ সার্টিফিকেট নিতেই হবে

ঢাকা : আগামী ১ মাসের মধ্যে পাঠাও-উবারসহ সব রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোটরযান মালিক ‘এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ না সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার সকালে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জি.) মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ব্যক্তিগত মোটরকার ও মোটরসাইকেল চালানোর ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ কার্যকর করেছে সরকার। নীতিমালা অনুযায়ী বিআরটিএ’র কাছ থেকে রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে ‘রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ এবং মোটরযান মালিককে ‘রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। সার্টিফিকেট গ্রহণের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ১ মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে বিআরটিএ’র ওয়েবসাইটে দাখিল করার অনুরোধ করা হচ্ছে’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ে যদি কোনো প্রতিষ্ঠান বা মোটরযান মালিক সার্টিফিকেট না গ্রহণ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer