Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায়

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১১:২৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায়

মানিকগঞ্জ : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট মিলে পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন। তবে অপেক্ষামাণ এসব যানবাহনের অধিকাংশই পণ্যবাহী ট্রাক।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছে এসব যানবাহন শ্রমিকেরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাটের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি জানান।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকামুখী যাত্রীবাহী পরিবহনের চাপ থাকার কারণে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়। যে কারণে পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হতে থাকে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৩০/৪০টি যাত্রীবাহী বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

 

এ জট ছাড়াতে ২ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে বলে জানা যায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer