Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৬ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

ঢাকা : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে তেহরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করলে কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে করা ২০১৫ সালের পারমানবিক চুক্তি থেকে তারা বেরিয়ে যেতে পারে। 

নতুন মেয়াদের পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে এমনভাবে তুলে ধরছেন যেন ওয়াশিংটন ‘ভাল অংশীদার নয়।’

তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও বিমান হামলা চালানোর পর ওয়াশিংটন দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করে। এতে চুক্তিটি চাপের মুখে পড়ে এবং এর শর্ত ভঙ্গের জন্যে তারা পরস্পরকে দায়ী করে।

এ প্রেক্ষাপটে রুহানি সতর্ক করে বলেন, ওয়াশিংটন তাদের অবস্থানে অটল থাকলে ইরান এ পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ঐ পারমাণবিক চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত অধিকাংশ আন্তর্জাতিক অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer