Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ২২ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ছবি-সংগৃহীত

ঢাকা : সোমবার সন্ধ্যায় নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক ভোজসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হামিদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশ হাইকমিশনের সৈয়দ মোয়াজ্জেম আলী অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অজিত কুমার দোভাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর বিশাল নেতৃত্বের জন্য শ্রদ্ধা জানান।

তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশ প্রেম, উচ্চমান এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার অঙ্গিকারের জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনী থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ লে. জেনারেল বিপিন রাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, কুটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer