Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নাসিক নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ৫ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নাসিক নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার

ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হবে সোমবার। এর পর থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে এ প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির ধানের শীষ প্রতীকে আলোচিত সাত খুন মামলার প্রধান আইনজীবী সাখাওয়াত হোসেন খানের নাম উল্লেখযোগ্য।

মেয়র পদে অপর পাঁচজন হলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক ও ইসলামী শাসনতন্ত্রের মাওলানা মো. মাসুম বিল্লাহ।

এ ছাড়া ২৭টি ওয়ার্ডের ২৭টি আসনে ১৫৬ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী ও নয়টি সংরক্ষিত মহিলা আসনে ৩৭ প্রার্থীকে প্রতীক দেওয়া হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে ভোট গ্রহণ করা হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer