Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নাইজেরিয়ার জয়ে আশা বাড়ল আর্জেন্টিনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ২২ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নাইজেরিয়ার জয়ে আশা বাড়ল আর্জেন্টিনার

ঢাকা : আইসল্যান্ডের বিপক্ষে জিতে দ্বিতীয় রাউন্টের আশা টিকিয়ে রাখলো নাইজেরিয়া। সঙ্গে বাড়িয়ে দিলো আর্জেন্টিনার টিকে থাকার সম্ভাবনা।এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে `ডি` গ্রুপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসলে আফ্রিকান ঈগলরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কিছু দারুণ আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। পুরো ম্যাচে নাইজেরিয়ানদের আধিপত্যই ছিলো বেশি। ম্যাচের প্রায় ৬২ শতাংশ বলের দখল রেখে খেলেছে তারা। অনটার্গেট শুটেও এগিয়ে ছিলো। ফলাফলটাও পক্ষেই এসেছে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দলটি।

বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় নাইজেরিয়া। ৫৬ মিনিটে এনদিদির শট পোস্টের সামান্য উপর দিয়ে চয়ে যায়। ৭১ মিনিটে কর্নার কিকে বালাগুনের দুর্দান্ত হেড আইসল্যান্ডের পোস্টের উপরে বাতাস দিয়ে চলে যায়।

৭৩ মিনিটে ডি বক্সের বারই থেকে নেয়া মুসার শট বারে লেগে ফিরে আসে। তবে দুই মিনিট পরেই আফসোস চুকে যায় আহমেদ মুসার। ওমিরুর দূরপাল্লার শট দারুণ দক্ষতায় আয়ত্তে নিয়ে একজন ডিফেন্ডার এবং গোলকিপারকে কাটিয়ে সহজেই জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে যায় নাইজেরিয়া।

৮০ মিনিটে ফিনবুগাসনকে ডি বক্সের মধ্যে বাধা দেন ট্রস একন। প্রথম রেফারি গোল কিকের সিদ্ধান্ত দিলেও আইসল্যান্ড খেলোয়াড়দের আপত্তির কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রোফারির শরণাপন্ন হন ফিল্ড রেফারি। পেনাল্টি আদায় করে নিলেও গোলটা করতে পারেননি সিগুরসন। দৃষ্টিকটুভাবে বল তুলে দেন পোস্টের উপর দিয়ে।

৮৪ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন মুসা। ম্যাচের একেবারে শেষ দিকে দুই দলই বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান ঈগলরা। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer