Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের অভিনন্দন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৫:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের অভিনন্দন

ঢাকা : নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। বুধবার শপথের কয়েক মিনিটের মধ্যেই তাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর লেখা অভিনন্দন পত্রটি বুধবারই ই-মেইলে পাঠানো হয়েছে। এছাড়া গতকাল পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরযুক্ত ওই অভিনন্দনপত্রের হার্ডকপি ওয়াশিংটনে পাঠানো হয়েছে। পত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে রেক্স টিলারসনকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত সোমবার ট্রাম্প প্রশাসনের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেটে পায়। টেক্সাসের অধিবাসী ৬৪ বছর বয়সী ব্যবসায়ী টিলারসনের পক্ষে ৫৬ জন সিনেটর এবং বিপক্ষে ৪৩ জন সিনেটর ভোট দেন। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer