Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ধোবাউড়ায় সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত, বসবে ৫০ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৯, ৩০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ধোবাউড়ায় সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত, বসবে ৫০ দোকান

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ার ঘোষগাঁও ইউনিয়নের ভুইয়াপাড়ায় এবং ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড়ের শিববাড়ির মধ্যবর্তীর জিরো পয়েন্টে ভারত-বাংলা সীমান্ত হাট স্থাপন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মেঘালয় সীমান্তে ভারত-বাংলা সীমান্ত হাট স্থাপনের লক্ষ্যে ভারতীয় সময় বেলা ১১টায় এবং বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এ সভা হয়।

প্রশাসন সূত্র জানায় সভায় বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঘোষগাঁও ইউনিয়নের ভুইয়াপাড়া ও ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারোহলি জেলার শিববাড়ি সীমান্তে সপ্তাহে একদিন বুধবার হাট বসার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ও ভারত উভয়পক্ষের ৫০টি দোকান বসানোর সিদ্ধান্তসহ বিভিন্ন বেচাকেনার সিদ্ধান্ত গৃহিত হয়। উভয় দেশের যৌথ উদ্যোগে হাটের দোকান নির্মাণের পর হাটটি খুলে দেয়া হবে। বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রয় করা হবে বলে সূত্র জানান।

সভায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-জেলা ম্যাজিস্টেট এস.এন মারাক, পুলিশ সুপার এটি সাংমা, বিএসএফ প্রতিনিধি এবং বাংলাদেশের পক্ষে ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদী হাসান, সার্কেল এএসপি আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ শওকত আলম, ইউপি চেয়ারম্যান শামসুল হকসহ ভারত-বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer