Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

থ্রিলার ফাইনাল হেরে ‘ট্র্যাজিক’ নায়ক ক্রোটরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ১৫ জুলাই ২০১৮

আপডেট: ২৩:২২, ১৫ জুলাই ২০১৮

প্রিন্ট:

থ্রিলার ফাইনাল হেরে ‘ট্র্যাজিক’ নায়ক ক্রোটরা

ঢাকা : নকআউটে টানা তিনবার পিছিয়ে থেকে কামব্যাক! ফাইনালে আর হল না৷ প্রথমার্ধে ২৮মিনিটে পিছিয়ে থেকে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচ ফিরেছিল মদ্রিচরা৷ দ্বিতীয়ার্ধেও ১-৪ পিছিয়ে থেকে ৬৯ মিনিটে ফ্রান্স গোলরক্ষক লরিসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে ২-৪ করেন মানজুকিচ৷

শেষ রক্ষা অবশ্য হল না৷ ক্রোয়েশিয়ার স্বপ্নের দৌড় শেষ ফাইনালে৷ রানার্স আপ হয়েই মাঠ ছাড়ল মদ্রিচ অ্যান্ড কোং৷ ৬ গোলের থ্রিলার জিতে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স৷ শেষবার ১৯৯৮ সালে দেশের মাটিতে দেশঁ’র নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ এবার কোচের হটসিটে বসে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করলেন দেশঁ৷ ২০১৬-র ইউরো হারের জ্বালা জুড়ালেন সুপার কোচ৷

দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের একটি সার্জিক্যাল স্ট্রাইকেই ভিদা-সুভাসিচের ক্রোয়েশিয়াকে ঝাঁঝরা করে দেয় ফ্রান্স৷ ৫৯ মিনিটে গোল পোগবার৷ এরপর ৬৫ মিনিটে গোল তরুণ স্ট্রাইকার এমবাপের৷

ক্রোয়েশিয়ার আত্মঘাতী গোল, পেরিসিচের দুরন্ত কামব্যাক আর গ্রিজমানের পেনাল্টি! লুজিনিকি প্রধমার্ধে নাটকের ছড়াছড়ি৷ অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দিল এক একটা মুহূর্ত৷ বাদ পড়ল না ভারও৷ ৩৮ মিনিটে ফ্রান্সের দ্বিতীয় গোলটিতে ভারের হাত!

দ্বিতীয়ার্ধে এরপর রোলার কোস্টার রাইড! প্রথমার্ধের চেয়ে উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল দুই ফাইনালিস্ট৷ গোগবা-এমবাপের গোল যেমন আছে৷ ঠিক তেমনই সুপার কিপার লরিসের ভুলও ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল৷ বল ক্লিয়ার করতে গিয়ে ক্রোয়েশিয়ার মানজুকিচকে দিয়ে গোল করিয়ে দেন লরিস৷

বল পজিশনে ক্রোয়েশিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলে ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স৷ ৯০ মিনিট ধরে দুরন্ত লড়াই করেও ট্র্যাজিক নায়ক হয়ে থেকে গেল ক্রোটরা৷ ফাইনালে খলনায়ক বনে গেলেন সেমিফাইনালের নায়ক মানজুকিচ৷ তাঁর আত্মঘাতী গোল নির্ণায়ক হয়ে দাঁড়াল৷ ফাইনাল শেষে রাশিয়ার মাটিতে লুজনিকিতে উড়ল ফ্রান্সের পতাকা৷ চোখের কোণে জল নিয়ে বাকরুদ্ধ মদ্রিচ-মানজুকিচরা৷

কলকাতা ২৪*৭

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer