Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

ত্রিদিব রায়ের নাম স্থাপনা থেকে সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২২ মে ২০১৭

আপডেট: ২১:৫০, ২২ মে ২০১৭

প্রিন্ট:

ত্রিদিব রায়ের নাম স্থাপনা থেকে সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা : যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় বিভিন্ন স্থাপনা থেকে চাকমা সার্কেল চিফ ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পার্বত্য চট্টগ্রামের দুই মুক্তিযোদ্ধার রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

অভিযোগ রয়েছে, পার্বত্য চট্টগ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষের শক্তির স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন চাকমা রাজা ত্রিদিব রায় (১/১১ সরকারের অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের পিতা)।

রাজা ত্রিবিদ রায় ১৬ ডিসেম্বর ১৯৭১-এর দুএকদিন আগে-পরে, গোপনে পার্বত্য চট্টগ্রাম ত্যাগ করে পাকিস্তান পৌঁছে যান। দুই বছর আগে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রদূত অথবা কেন্দ্রীয় মন্ত্রী অথবা মন্ত্রী মর্যাদার নাগরিক ছিলেন।

চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়-এর নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি সেই অভিযোগ মোকাবেলা করার জন্য কখনো বাংলাদেশে ফিরে আসেননি এবং ৭৯ বছর বয়সে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর তার মৃত্যু পর্যন্ত তিনি নির্বাসনে ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer