Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

তৃতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশের মেয়েরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

তৃতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশের মেয়েরা

ঢাকা : দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশের মেয়েরা। সোমবার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচটি ১০ রানে জিতলো বাংলাদেশ।

তারপরও পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা। কারন প্রথম ওয়ানডে ৮৬ রানে ও দ্বিতীয় ওয়ানডে ১৭ রানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ১ ওভার বাকী রেখে ১৩৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

দলের পক্ষে অধিনায়ক রুমানা আহমেদ ২৮, শারমিন সুলতানা ২১, উইকেটরক্ষক নিগার সুলতানা ২১, শারমিন আক্তার ১৭ ও সানজিদা ইসলাম ১৬ রান করেন। এছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনী লুস, মারিজানি কাপ ও অধিনায়ক ডেন ভান নিকার্ক ২টি করে উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে লড়াই করার চেষ্টা করেছিলেন লিজলি লি ও নিকার্ক। কিন্তু তাদের সেই লড়াই শেষ পর্যন্ত বিফলে যায়। ফলে ১২৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ওপেনার লিজলি লি ৪৬ ও অধিনায়ক নিকার্ক অপরাজিত ৪২ রান করেন। বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ৪টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের খাদিজা তুল কুবরা।
একই ভেন্যুতে আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer