Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে : রেলমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১৭:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

ঢাকায় বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে : রেলমন্ত্রী

ঢাকা : রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, রাজধানীর যানজট নিরসনে ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব গত ২৭ ডিসেম্বরে পরিকল্পনা কমিশনে অনুমোদিত হয়েছে।

রেলপথ মন্ত্রী বলেন, সমীক্ষা প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করে বৃত্তাকার রেলপথ নির্মাণের লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer