Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ১৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দল

ঢাকা : বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর ১২টি হক টি-১ এবং একটি সি-১৩০ বিমান নিয়ে বৃটিশ এ্যারোবেটিকস দল, যা রেড এ্যারোজ নামেও পরিচিত আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে।

যাত্রা বিরতির উদ্দেশ্যে এ্যারোবেটিকস দলটি কলকাতা থেকে উড্ডয়ন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

বিমান বন্দরে অবতরণের আগে বিমান গুলো আকাশে মনোমুগ্ধকর ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে।
আইএসপিআর আরও জানিয়েছে, যাত্রা বিরতিকালে বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সাথে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগন কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

এসময় ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এলিসন ব্লেক উপস্থিত ছিলেন। পরে, তারা বৃটিশ রাজকীয় বিমান বাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সাথে এক ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এই ট্রানজিট সুবিধা গ্রহণের পর তারা একই দিন বিকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ট্রানজিটের প্রাক্কালে বাংলাদেশ বিমান বাহিনীর টারমাক, কুর্মিটোলা থেকে বিমানগুলো রিফিউল করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer