Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

টাইগারদের দাপটে ১৮১ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৯ মে ২০১৭

আপডেট: ১৯:৫৫, ১৯ মে ২০১৭

প্রিন্ট:

টাইগারদের দাপটে ১৮১ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

ঢাকা : ত্রিদেশীয় সিরিজে টাইগারদের বোলিং দাপটে বাংলাদেশের বিরুদ্ধে ১৮১ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড।

ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে অসহায় আইরিশরা ৪৬.৩ ওভারে অলআউট হয়। মুস্তাফিজ ৯ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এর মধ্যে রয়েছে দুটি মেডেন ওভার।

ম্যাচের অভিষিক্ত স্পিনার সানজামুল ৫ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। এছাড়া অধিনায়ক মাশরাফি ২টি, সাকিব ও মোসাদ্দেক একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।

ইনিংসের শুরুতে দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান স্টার্লিংকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। ৯ম ওভারের তৃতীয় বলে মোসাদ্দেকের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

ইনিংসের ১৫তম ওভারে বেলবিরনিকে বোকা বানিয়ে বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৮তম ওভারে নায়াল ও’ব্রায়ানকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ২৯তম ওভারে জয়সেকে ফিরিয়ে দিয়ে ওয়ানডে ্ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন সানজামুল।

৩৪তম ওভারের প্রথম বলেই আবারও আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজ। মুশফিকের হাতে কটবিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন উইলসন (৬)। ৪৪ ওভারে ৮ম উইকেটের পতন ঘটান অভিষিক্ত সানজামুল। ম্যাককার্থিকে ্এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তরুণ এ স্পিনার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer