Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চাঙ্গি বিমান বন্দরে নতুন হাই-টেক টার্মিনাল চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ৩১ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চাঙ্গি বিমান বন্দরে নতুন হাই-টেক টার্মিনাল চালু

ঢাকা : সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরে মঙ্গলবার নতুন হাই-টেক টার্মিনাল চালু করা হয়েছে। স্বয়ংক্রিয় চেক ইন পদ্ধতি, সম্পূর্ণ কম্পিউটার পদ্ধতিতে লাগেজ তল্লাশীসহ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার সুবিধা থাকছে এই নতুন টার্মিনালে।

তবে নতুন এই পদ্ধতির কারণে কিছু লোককে হিমশিম খেতে হবে বলে ধারণা করা হচ্ছে। 

বিমান বন্দরের টার্মিনাল ৪ কে নতুন হাইটেকে রূপান্তর করতে ৭২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন নতুন এই টার্মিনাল প্রতি বছর প্রায় ১ কোটি ৬০ লাখ যাত্রী ধারন করতে পারবে।

এশিয়ার অন্যতম পর্যটক সমৃদ্ধ দেশ সিঙ্গাপুরের বিমান বন্দরে দিন দিনই যাত্রীসংখ্যা বাড়ছে। নতুন হাইটেক সম্পন্ন এই টার্মিনাল ক্রমবর্ধমান যাত্রী মোকাবেলায় সক্ষম হবে।

টার্মিনাল উচ্চপ্রযুক্তি সম্পন্ন হওয়ায় বিমান বন্দরের কোন কর্মীর সাথে কথা না বলে যে কোন যাত্রী স্বয়ংক্রিয় চেক ইন পদ্ধতির সুবিধা নিয়ে নিজেই বিমানে আসন গ্রহন করতে পারবেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দর বিশ্বের সবচেয়ে ভালো বিমানবন্দর হিসেবে বিবেচিত। যাত্রী আকর্ষণে ব্যাংকক ও কুয়ালালামপুরসহ অন্য স্থানীয়দের সাথে সিঙ্গাপুরের তুমুল প্রতিযোগিতা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer