Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘গতিপট’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘গতিপট’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

ঢাকা : নির্মাতা ও সংগঠক মৃদুল মামুন পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র “গতিপট - গড়ারহম ঈধহাধং” ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে “১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব”-এ উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়।

বিশ্বায়নের এই যুগে হারিয়ে যেতে থাকা বাংলার বিভিন্ন কৃষ্টি-কালচার, ঐতিহ্য, উৎসব, শ্লোগান কিংবা লেখকের লেখাগুলো শিল্পীর তুলি এবং উদ্যোক্তার হাত ধরে টি-শার্ট এর ক্যানভাসে তুলে আনার গল্প বলবে “গতিপট”।

ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড মিডিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটির ব্যানারে এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় প্রামাণ্যচিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মৃদুল মামুন।

ছবিটির প্রযোজক আবদুল্লাহ আল মামুন ও শারমিন মামুন এবং উপদেষ্টা মানজারেহাসীন মুরাদ ও মাকসুদুল বারী। এছাড়াও ছবিটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আসিফ জোয়ার্দার সোহাগ, চিত্রগ্রহণে জহুরুল হক জনি, শব্দে ফাহাদুর রেজা রুকু, আবহ সঙ্গীত সুমন শীল এবং কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer