Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

খুবিতে প্যাডাগোজি বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খুবিতে প্যাডাগোজি বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ে প্যাডাগোজি বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে শুক্রবার প্যাডাগোজি মডিউল-১ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

খুবির ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে উদ্বোধনী আয়োজনে সিইটিএল এর পরিচালক অধ্যাপক ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান মূল নিবন্ধ উপস্থাপন করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান প্রখ্যাত নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে তাঁর সহধর্মনী অবসরপ্রাপ্ত অধ্যাপক রওশন আরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সমীর কুমার সাধু। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ ইফতেখার শামস্, স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক রাজিব শাকিল রাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আহসানুল কবীর এবং সিইটিএল এর পরিচালক অধ্যাপক ড. আফরোজা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইটিএল এর অতিরিক্ত পরিচালক ড. আহসান হাবীব।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer