Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কিম-মুনের আকষ্মিক বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কিম-মুনের আকষ্মিক বৈঠক

ঢাকা : বিবদমান উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা দুই দেশের সীমান্তবর্তী অসামরিক এলাকায় সাক্ষাৎ করেছেন।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইনের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক।

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে দুই পক্ষের চেষ্টার মধ্যে দেশ দুটির নেতারা এ সাক্ষাতে মিলিত হলেন।

১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন। কিন্তু পরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা এখনও আছে বলে জানান।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুনের দপ্তর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে দুই নেতা বৈঠক করেছেন। উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক সফল করতে উভয় নেতা মতবিনিময় করেছেন।

মুন রোববার সকালে এই বৈঠকের ফলাফল ঘোষণা করবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer