Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কানাডায় মার্চকে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কানাডায় মার্চকে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ ঘোষণা

ঢাকা : কানাডার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুসারে মার্চ মাসকে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই প্রদেশে থাকা বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে ‘বাংলাদেশ হেরিটেজ মানথ অ্যাক্ট-২০১৬’ পাশ করেছে কানাডার অন্টারিও প্রদেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি।

টরেন্টোর স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি লরেঞ্জো বেরারডিনেটি গত বছর ডিসেম্বরে এই প্রস্তাব উত্থাপন করেন। তখন এমপিপি এবং পরিবেশ মন্ত্রী গ্লেন মুরে অন্টারিওতে বাংলাদেশি এবং বাংলাদেশ কমিউনিটির ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপিপি আর্থার পটস প্রস্তাবের সমর্থন করেন। ফলে প্রস্তাবটি এসেম্বলিতে গ্রহণের অনুমোদন পায়।

এই বিলটি পাশের মধ্য দিয়ে অন্টারিওতে বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ এবং অপরিমেয় ভূমিকা ও অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হল যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।

কানাডার বৃহত্তম প্রদেশের একটি পার্লামেন্টে এই গৌরবোজ্জ্বল এবং স্মরণীয় ঘোষণার পেছনে ঐতিহাসিক অবদান রয়েছে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসএস) এবং তার পরিচালক ড. মাহবুব রেজার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer