Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কাওড়াকান্দি ফেরিঘাট স্থানান্তর কাজের উদ্বোধন

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৫৯, ১৫ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৭:৫৪, ১৫ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

কাওড়াকান্দি ফেরিঘাট স্থানান্তর কাজের উদ্বোধন

ছবি-সংগৃহীত

মাদারীপুর : মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

রোববার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরের ফলে অনেক যানবাহন পার্কিং করতে পারবে, ফলে ঘাট এলাকায় কোনো যানজট থাকবে না।

এ সময় নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, শুধু কাঁঠালবাড়ি ফেরিঘাটের উন্নয়ন নয়, সড়কপথেরও উন্নয়ন করা হয়েছে। যানবাহনগুলো একটি সড়ক দিয়ে ফেরিতে উঠবে, আরকেটি সড়ক দিয়ে ফেরি থেকে নামবে। যার ফলে রাস্তায় মুখোমুখি দুর্ঘটনা ও যানজট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের গতি সৃষ্টি করছেন, তারই মাইলফলক হিসেবেই এই কাঁঠালবাড়ি ফেরিঘাট। নৌপথের দুরুত্ব ৫ কিলোমিটার কমে ৮ কিলোমিটার দাঁড়ালেও ফেরি ভাড়া কমছে না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer