Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে নক আউটে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৯ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে নক আউটে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ঢাকা : ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজক দেশ কাতারকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।

রোববার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে বি গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ।

ম্যাচটি যখন ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখন ৯৩তম মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন জামাল ভূঁইয়া। মাশুক মিয়া জনির বাড়ানো পাস থেকে গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কঠিন সমীকরণ মাথায় নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। লাল-সবুজের পতাকাবাহীদের জয়ের পাশাপাশি থাইল্যান্ডের বিপক্ষে জিততে হতো উজবেকিস্তানকে।

তবে বাংলাদেশের সাথে সাথে জয় পেয়েছে উজবেকিস্তানও। তারা থাইল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছে।

ইউএনবি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer