Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এই হার আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে : সাম্পাওলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২২ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এই হার আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে : সাম্পাওলি

ঢাকা : বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ড্রর পর ঘুরে দাঁড়ানোর মিশন ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু ৩-০ গোলে হারের লজ্জা পেতে হলো লিওনেল মেসিদের। আর এই হারের পুরো দায় নিলেন কোচ হোর্হে সাম্পাওলি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই একমাত্র দায়ী। আজ, এই হারের দায় আমার। অনেক আশা নিয়ে মাঠে গিয়েছিলাম। এই হার আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে। আমি নিশ্চিত এই ম্যাচ যতটা পড়তে পারা আমার উচিত ছিল, ততটা পারিনি।’

ছন্দে ফিরতে বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। দুই ম্যাচে লিওনেল মেসি ১২ শট নিয়েও পাননি গোলের দেখা। এমন পারফরম্যান্সের ব্যাখা দিলেন সাম্পাওলি, ‘ভালো একটা সুযোগ এনে দেওয়ার মতো সমন্বয় আমরা খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। এই ম্যাচের পরিকল্পনা ছিল আমাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ওপর চাপ তৈরি করা। কিন্তু প্রথম গোলের পর আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি, সেটা থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি।’

দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন গ্রুপের অন্য খেলার দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। সাম্পাওলিও সেই অপেক্ষায়, ‘আমাদের আর এক ম্যাচ বাকি আছে। অন্যরা যে সুযোগ আমাদের করে দেবে সেটা এখন নিতে হবে, যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer