Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

উ.কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে সিউলের বিমান মহড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১২:২৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

উ.কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে সিউলের বিমান মহড়া

ঢাকা : উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষার জবাবে পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে সিউল।

সোমবার সকালে দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী যৌথভাবে এ মহড়া চালায়। এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার জেটের মহড়া চালনো হয়।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন ও ফক্স নিউজ।

এরআগে রোববার উন্নত প্রযুক্তির একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা ঘটায় উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়ার কিলজু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer