Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

উ. কোরিয়ার সাথে আলোচনার প্রস্তাব দ.কোরিয়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উ. কোরিয়ার সাথে আলোচনার প্রস্তাব দ.কোরিয়ার

ঢাকা : দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে। আন্ত:কোরীয় সীমান্ত বরাবর সামরিক উত্তেজনা হ্রাস এবং উভয় দেশের মধ্যে পারিবারিক পুনর্মিলনের কাজ পুনরায় শুরু করতে সামরিক ও রেডক্রস বিষয়ে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সহকারি প্রতিরক্ষা মন্ত্রী সুহ চো-সুক বলেন, দক্ষিণ কোরিয়া অস্ত্রবিরতি কার্যকর থাকা পানমুনজম গ্রামের তনগিলগকে শুক্রবার উভয় দেশের মধ্যে সামরিক কর্তৃপক্ষ পর্যায়ে বৈঠকের জন্যে উত্তর কোরিয়াকে প্রস্তাব দেয়।

মন্ত্রী বলেন, আলোচনার লক্ষ্য বিভক্ত দুই কোরিয়ার মধ্যে যেকোন ধরনের উস্কানিমূলক কর্মকান্ড বন্ধ এবং কোরীয় যুদ্ধের কারণে বিভক্ত হয়ে পড়া পরিবারের সদস্যদের মধ্যে পুনর্মিলনের ব্যবস্থা করা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer