Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২৪ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১১:১৫, ৭ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২৪ জনের মৃত্যু

ঢাকা: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। সমুদ্রের নিচে ভূমিকম্পটি হয়।

ভূমিকম্পে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় ভোর ৫টায় উত্তর সুমাত্রার বান্দে আচেহর ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ও দোকান।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ভূমিকম্পের তীব্রতায় বান্দে আচেহতে একটি বহুতল ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় পুলিশ স্টেশনও। উদ্ধারকাজ চলছে। অনেকের আটকে থাকার সম্ভাবনাও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ। এছাড়া শহরের বেশ কয়েকটি বাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে অবশ্য সুনামি সতর্কতা জারি করেনি। ভূমিকম্পের পর ৩০ মিনিটের মধ্যে ৫ বার আফটার শক অনুভূত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer